বিশ্ববিচিত্র এ ধরা
অলৌকিক রহস্যে ভরা,
অদৃশ্য গন্তব্য গতিপথ
সীমাহীন বেদনার রাত।
দুঃস্বপ্নে জাগে স্পন্দন
আবহমান বাংলার ক্রন্দন,
সারাপথ ভরা চোরকাটা
অপমানে দোলে জীবনটা।
অপরূপ প্রেমে মগ্ন
অর্থনীতিতে সম্পর্ক ভগ্ন,
গোপন রহস্য মুক্তনীতি
দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাড়ে ভীতি।
তাই ফুটপথে দীর্ঘশ্বাস
অলৌকিক রহস্যের ইতিহাস,
অন্ন ক্ষুধায় জ্বরায় উপবাস;
উপকারি করে উপহাস।
কক্ষপথে ঘোরে ছায়াহীন
অর্থনীতি চিরকাল মায়াহীন,
আলোক প্রভায় প্রতিবাদী রূপ
আগন্তুক জেগে দেখে নিভেছে দীপ।
(২৮ ডিসেম্বর ২০১১)