তোরা আবার ক’বে উঠবি জেগে বিশ্বসভায়
মেধা মনন বিজ্ঞান চিন্তাশক্তিতে,
নিজে না জাগলে জীবনে কেউ দিবে না অভয়
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে।
আজ নিত্য নৈমিত্তিক কাজে যারা সময় সচেতন
তাকিয়ে দেখ্ তারাই শাসিছে বিশ্ব,
আগামীতে নেতৃত্ব দিবেন, যারা করে জ্ঞান আহরণ
মাবন সভ্যতার ইতিহাসে এমনই দৃশ্য।