চাঁদ উঠেছে
      মিষ্টি হেসে
            পূর্ণিমাতে।

জ্যোৎস্না ছড়ায়
       আকাশ জুড়ে
              ক্লান্ত রাতে।

নদীর জলে
     জোয়ার দোলে
             মধ্যরাতে।

শাপলা ফোঁটে
      দীঘির জলে  
            পূর্ণিমাতে।

ধানের ক্ষেতে
      বাউল গানে
            পূর্ণিমাতে।

বাংলা মায়ের
    স্নেহের মায়ায়
               আঁচল উড়ে।

চাঁদনি রাতে
     হৃদয় দোলে
            পূর্ণিমাতে।
          (০৭ অক্টোবর ২০১৭)