সৌরভ ছড়িয়ে ছিলো ফুলটা
ভোরের শিশির বিন্দুর মাঝে,
বিবর্ণ এই ধূসর মাঠে
মলিন জনপদে ফুলটা ফোঁটে।
প্রজাপতি উড়ে দুলে দুলে
হাওয়ায় ভেসে ভেসে,
রাতের শেষে দিনের আলোর আবেশে।
ফুলটা চেয়ে ছিলো প্রভাত আলোর পানে,
সূর্যের দিকে উঁকি মেরে গগনে।
সৌরভ ছড়িয়ে ছিল ফুলটা মধ্য দুপুরে,
পাখির কলরবে, ঊষার আযানের সাথে
ফুলটা ঝরে ছিল বিবর্ণ শহরে!
(১৭ অক্টোবর ২০১১)