আগামী নতুন দিনের নবীন প্রভাতে,
মিলে মিশে কাজ করি
এসো সবাই এক সাথে।
নতুন হাসি, নতুন গানে, নতুন আহবানে;
আগামী দিনে জেগে উঠি
সবাই সতেজ প্রাণে।
এসো ভুলে যাই সব দুঃখ গ্লানি স্মৃতি ব্যথা,
বছর শেষে বিদায় দিনে মুছে যাক হতাশা।
দুরাশার মাঝে খুজব আশা
নতুন দিনে আগামীর আহবানে,
মতভেদ ভুলে দেশপ্রেম জাগুক সবার প্রাণে।
(৩১ ডিসেম্বর ২০০৯)