আজ বিদায় দিনে,
অঙ্গিকার করো ,রুখো দুর্নীতি,
                  থাকো স্বসম্মানে।
দূর করো সব লোভ আজ থেকে,
আমাদের কাজ আমরা করব শিখে শিখে।
আমাদের দাবি আদায়ে
         থাকব না আর পরমুখ চেয়ে।
বছর শেষে এই বিদায়ের দিনে,
জাতিকে রাখবো না
        দুর্নীতির গ্লানি আর ঋণে,
দূর করো সব লোভ
    মুছে ফেলো যত আছে ক্ষোভ।
দেশ জাতির উন্নযনে
শপথ নাও এই বর্ষ বিদায় দিনে।