যত আছে পাপ তাপ গ্লানি
             মুছে দাও আজ এ বিদায় দিনে,
অশ্রুভরা পুরাতন ব্যথায় চারিধার
           দূর করো সব সীমাহীন হাহাকার!
স্মৃতির ক্রন্দন নিশিদিন,
                 বৃথা কেনো থাকো উদাসীন?
আজ সব ভুলে
         নতুনের মাঝে সপ্নে মাতো রত্নপুরে,
পুরাতনের মাঝে নতুনকে খোঁজ ফিরে ফিরে।
জয়ের উচ্ছ্বাসে মাতো নিত্য কাজে
লোভ লালসা হিংসা ভুলে
                 আলিঙ্গন করো আপন কাজে।
সম্মুখে চলো নতুনের গতিতে
               দুনীঁতি রুখো আগামী প্রভাতে।