জেগেছে তরুণ, জেগেছে জনতা,
জাগিয়ে তুলেছে বাংলাদেশকে।
বিশ্বের মাঝে অবাক বিস্ময়ে
লাল-সবুজের পতাকা হাতে দেখে বাঙলিকে ।
জেগেছে জনতা, জেগেছে মানবতা,
বাংলাদেশি জাতীয়তাবাদে।
আবার সেই ভয়ে হিংস্র হায়েনারা
মেতেছে ধর্মীয় উগ্রসন্ত্রাসবাদে।
জাতি-ধর্মের অপব্যাখ্যা করে
সাম্প্রদায়িক বিষ উষ্কে দিয়ে,
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
মেতে ওঠে রাষ্ট্রীয় সম্পত্তি ধবংসে।
তাই জেগেছে বিবেক, জেগেছে জনতা,
রাজপথে বাংলার পতাকা হাতে।
মানবতা জাগাতে এক হয়েছে
আলোর পথে বাংলার মহাজনতা।
বাংলাদেশের ইতিহাস জানো
আপন আপন ধর্ম মেনে চলো,
জাগিয়ে তোলো বাঙালির জাতীয়তাবাদকে,
ভেদাভেদ ভুলে জয় বাংলার স্লোগান তোলো।
(১৭ মার্চ ২০১৩)