স্বপ্ন ছোঁয়ার জয়যাত্রায়
বিবেক স্তম্ভিত যাত্রায় পথ হারায়।
উঠতি বয়সের যুবকদের
ধ্বংস করছে মোবাইল!
দাবানলের মতো জ্বলছে সভ্যতার বিবেক
সুশীল সমাজ আর সভ্যতার বিবেক ভাবছে,
র্যাগডের মতো অপসংস্কৃতি
শিশুমনকে বিকৃত করছে।
মাদক আর সিগারেটে আকৃষ্ঠ হচ্ছে
বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের চাপাচাপিতে,
যে ছেলে কোনদিন সিগারেট ছোঁয়নি
সে আজ চেইন স্মোকার!
হায়রে ! সভ্যতার বিবেক!
শিক্ষালয়ের বিবেক!
সভ্যতার আকাশে ভর করছে কালো মেঘ,
সুশীল সমাজ আর সভ্যতার বিবেক ভাবছে।
(রচনাকাল: ০৬ এপ্রিল ২০১৯)