এই দুনিয়ায় রঙের খেলায়
রঙ তামাশায় বন্দি,
বিচিত্র সব হাব ভাব আর
লোক ঠকানোর ফন্দি।
নিজে ঠকে অন্যকে ঠকায়
ঠকাতে ঠকাতে জীবন শেষ,
তবু পারলি না মন ভালো হতে
কি লাভ পালি শেষমেশ।
সাময়িক লাভে, লাভের লোভে
খাদ্যে দিচ্ছিস অহরহ বিষ,
তুই তো খাচ্ছিস অন্যের বিষ
লাভের খেলায় কেন দিচ্ছিস বিষ।
এই দুনিয়ায় লাভের খেলায়
রঙ তামাশায় ছড়াছড়ি,
লাভ ক্ষতির এ জগত খেলায়
আর করো না বাড়াবাড়ি।