শীত এসেছে শীত এসেছে
খেজুর রসের ঘ্রাণ,
চায়ের কাপে উষ্ণ লেপে
শীতই পীঠার প্রাণ।
শীত কুয়াশায় সর্ষেফুলে
মৌমাছিরা উড়ছে দুলে,
শীত ঋতুর মধ্যরাতে
ধর্মসভা আর যাত্রাগান
জাগিয়ে তোলে বাংলার প্রাণ।
অতিথি পাখির আগমণে
বাংলা মায়ের আলিঙ্গনে।
পৌষ পর্বনে উৎসবে মাতি
শীত এসেছে ছড়ায় ভীতি।
সূর্য় যেন গোস্সা করে
লুকিয়ে থাকে ঘোমটা দিয়ে
বাংলা মায়ের আঁচল তলে।
শীতের সকাল রঙিন বিকাল
ফুল-পাখির ঐ আপন খেয়াল
শীত কুয়াশা জড়িয়ে ধরে
শুভ্র শীতল বৃষ্টি ঝরে।
(২৭ জানুয়ারি ২০১৭)