বই খুলে দেয় মনের খিল
গড়ে তোলে মানব সৃজনশীল,
জাগায় মনের অনুপ্রেরণা
জ্ঞান জিজ্ঞাসায় বই-ই সাধনা।
বই, বাড়িয়ে দেয় কল্পনাশক্তি
শেখায় মানবতার সঠিক যুক্তি,
বই মানুষকে করে বিদ্বান
জীবন জিজ্ঞাসায় দেয় সমাধান।
বিকশিত করে মুক্তচিন্তা
পাল্টে দেয় ধ্যান ধারণা চিন্তা,
বই আলোয় আলোকিত করে দেশ
সংকীর্ণমনা আর দূর করে বিদ্বেষ।
আলোকিত মানুষের সৃষ্টি কর্ম বই
অজানার সন্ধানে বই-ই একমাত্র সই,
বই মানবের জ্ঞানের গুরু,
জানার পথে নব জন্মের শুরু।
বই মুক্তচিন্তার কল্পনাশক্তি
বই শেখায় মানব মনে শ্রদ্ধাভক্তি,
মুক্তচিন্তার মননশীল বিকাশে বই
বিপদের বন্ধু, একাকীত্বের বন্ধু বই।
বই-এর সাথে সম্পর্ক রেখো,
আর বই পড়ো বেশি
বই-ই তোমাকে করবে মহমানব,
তুমি হবে জাতির রবি-শশী।
(২০ মে ২০১২)