শরৎ গগনে
মেঘের বুননে
লুকোুরি খেলা দিন রাত ধরি,
কাশফুল আঁকা
প্রভাতে দেখা
মায়াময় চবি বাংলার নারি।
শিউলি মালায়
হৃদয় দোলায়
নির্মল বাতাসের মায়াবী ভোর,
বিলে-ঝিলে শতদল
গাছে পাকা তাল
মধুময় সুবাস সোনালী শরতের আদর।
সবুজের বুকে
শিশির মুখে
সোনালী হাসি রূপের বেশ সেথা,
বাবুই পাখির বাসা
ফঁটিয়ে তোলে আশা
শিল্পির নিপুন হাতে গড়া অমর গাঁথা।
শরতের রূপ
রূপে অপরূপ
সবুজ প্রকৃতি পাহাড়ী ঝর্ণা ধারায়,
বাংলার রমণী
মমতার খনি
রাতদিন ধরে মায়ার সুবাস ছড়ায়।
(৩০ সেপ্টম্বর ২০১৮)