ওরা মৃত্যুর, ওরা নির্ভিক মরণে
ওরা সংগ্রামী ময়দানে চরণে,
ওরা মানবতার নামে আপোষহীন
ওরা দেশপ্রেমি জনতাকে দিবে সুদিন
ওরা শোষণহীন সমাজের মুক্তির দূত
ওরা রাষ্ট্রযন্ত্র থেকে তাড়ায় ভূত।
ওরা দূর করে দুর্নীতি স্বজনপ্রীতি
ওরা সমাজ থেকে তাড়ায় ভয়-ভীতি।
ওরা চলনে বলনে বরণে মরণে
ওরা সদা জাগ্রত শত্রুর আক্রণে।