আপোষহীন বিক্ষোভে চলো দীপ্ত শপথে
দৃঢ় আত্মপ্রত্যয়ে,
আপন বিশ্বাসে শান্তির নিঃশ্বাসে
মহামানব আসে হৃষ্টচিত্তে।
জাতি যখন দিশহারা মনীষিদের চিন্তাধারা
জীবনে আনে নতুন চেতনা,
প্রতি কাজে জবাবদিহিতা যদি থাকে একতা
সম্মুখে পাবে নতুন ঠিকানা।
তোমরা বিজয়ীবীর বঙ্গপ্রবীর
দীপশিখা জ্বালাও জাতির ভালে,
স্বাধীন পথচলায় সজাগ থাকো কাজের বেলায়
মুক্তবুদ্ধিতে চলো পতাকা তলে।
বলিষ্ঠ নেতৃত্বে স্বপ্নিল সময়ে
হৃদয়ে গাঁথো স্বদেশপ্রেম,
ভুইফোঁড় লুটেরা কালোবাজারিতে বড় হওয়া
অনৈতিক কাজে ওদের নেই শরম।
নীতির আদর্শে থাকো বিভেদের উর্ধ্বে,
তবেই পাবে শান্তির ঠিকানা,
এ বঙ্গভূমি আমাদের মাতৃভূমি
যতই ছোট হোক, কাজে করব না ঘৃণা।
(১৮ মার্চ ২০১৮)