এই তো সেদিন আলোয় সব ছিল ফকফকা
আজকে কেন হঠাৎ ঘোর অন্ধকারে ঢাকা।
সবাই যখন ভালোর নেশায় উঠেছিল সব মেতে
বুঝেনি তখন এতো তাড়াতাড়ি নামিয়ে দিবে পথে।