তোরা সব জয়ের ধবনি কর
ফিরে এসেছে প্রাণের বর
বাংলার কর্ণধর।
লাল সবুজের দেশে
বিজয়ের বেশে
আনন্দের অশ্রু হেসে।
দিকে দিকে আজ প্রাণের উৎসব
সারা বাংলায় পাখিদের কলরব
সে তো সংগ্রামি জনতার অবয়র।
দিকে দিকে আজ রোমাঞ্চ জেগেছে
প্রতীক্ষার শুভদিন এসেছে
ঐ দেখ! বিজয়ের মহামানব এসেছে।
প্রাণ ফিরেছে বাংলায়
জনতার জ্যোর্তিময়
দুঃসাহসী এক মহাযাত্রায়।
হাত উচু করে দাঁড়িয়েছে মহানায়ক
বাঙালির অশ্রুভরা আনন্দের হাসিমুখ
আজ ফিরে পেয়েছে স্বাধীনতার স্বপ্নমুখ।
স্বাধীন বাংলাদেশে
মহাবীর এসেছে বিজয়বেশে
বাংলা বাঙালির বেশে।
ঐ দ্যাখ ! আজ জয়ধবনি ওঠে
রূপসী বাংলার মাঠে পথে ঘাটে
নারি পুরুষ সবাই মিছিলে ছোটে।
উদ্বিগ্ন নয়নে চেয়ে থাকে
উঁকি দেয় ফাঁকে ফাঁকে
মহারাজা মহাবীর মহানায়ককে দ্যাখে।
(১০ জানুয়ারি ২০১০)