বিষণ্নতার অনলে পুড়ে পুড়ে ক্ষয়,
বেলিফুলের সুখপাখি স্বপ্ন ভাঙতে ভয়।
সোনালী ডানার মানবতা ঐ যে চোখের চাহনি,
বিবর্ণ হৃদয়ের বিজলীর চমক আজও থামেনি।
সময় আর কথা সুয়োগ বারবার ফিরে আসে না,
হতাশায়, শান্তি-আশা-সততা হারনো ঠিক না।
অহংকার মিথ্যা হিংসার পতন ঠেকানো যায় না,
মাকে ভালোবাসা এর চেয়ে দামি কিছু হয় না।
বাবাকে অবজ্ঞা অবহেলায় কখনো কষ্ট দিয়ো না,
বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা দিতে ভুলো না।
সমাজ থেকে আজ চুরি হয়ে গেছে মূল্যবোধ,
ছিন্তাই হয়েছে মানবতাবোধ, নিচ্ছে প্রতিশোধ।
চোখ থেকে চুরি হয়ে গেছে পর্দা,
নীতিহীন শিক্ষায় দম্ভ দেখিয়ে দেখায় স্পর্ধা।
(রচনাকাল: ২৮ সেপ্টম্বর ২০১৯)