মুক্তবাজার, পুঁজিবাদ, মুনাফাবাদ নৈরাজ্যের মূল উৎস;
বিশ্বায়ণের এ যুগে অর্থনীতিতে লোকরঞ্জনবাদ সর্বস্ব।
বিশ্বপুঁজিবাদ আজ ফ্যাসিবাদ বা অভিজাততন্ত্রের উদ্ভব,
অপশক্তি অশুভশক্তির সিণ্ডিকেট বাজারকে করছে বরবাদ।