আগামীর সূর্যোদয়ের প্রতীক্ষায়
                   কেটে যায় স্বপ্নহীন রাত।
অনন্তকাল ধরে চলা সীমাহীন পথ,
                থেমে যায় গোধুলি বেলায়।
মুর্খের সাথে অনাকাঙ্খিত সংলাপে
         হেঁসে ওঠে একপাত্র মদের সাথে!
সর্বজ্ঞানীর ভূমিকায় অবতীর্ণ হয়
জ্ঞানীরা দৃষ্টিহীনের সাথে করে হায় হায়।
স্বপ্নহীন রাতকাটে
               সোনালী রোদের অপেক্ষায়!
নীরবে চলে গন্তব্যের পথে
                    বিভ্রম বাঁচিয়ে সন্তর্পণে
ভৎসনার ভয়ে থাকি অপেক্ষায়
            আগামী সূর্যোদয়ের প্রতীক্ষায়।
প্রগাঢ় অন্ধকার পেরিয়ে একাকী
         শূন্যতায় ঘিরে ধরে সমস্ত শরীর!
তারপর অনন্ত কাল ধরে চলা ----
                       আগামীর প্রতীক্ষায়!
অন্তরে পুষে থাকা দ্বন্দ্বের তীব্র বিষাদে
           ক্ষত-বিক্ষত করে চিন্তার মূলে।
আঁধারের মাঝে স্বপ্ন দেখে বিজয়ের
                 আগামীর আলো  জাগায়,
শুভ্র সতেজ সোনালী সকাল
   চিরসবুজের মাঝে সোনালী সূর্যোদয়।
(২৩ জুলাই ২০১০)