কোলাহল পূর্ণ নগরে সর্বজনীন শূণ্যতা!
শূন্যতা আর শাশ্বত্বের মুখোশ চিত্রের আড়ালে
আত্মিক উপলব্ধি।
অনিন্দ্য সুন্দরীর মুখশ্রী;
দীর্ঘশ্বাস আর কপাটতার বেড়াজালে
প্রভাত নিশিতে শঙ্খচিলের আনাগোনা!
অন্ধগলির হৃদয় জলে।
কোলাহল পূর্ণ জনপদে
অনিন্দ্র সুন্দরীর লাশ!
উৎকণ্ঠা! বিপর্যয় শিল্পীর মানসচিত্র।
নীলকণ্ঠে অপরিচিতের আনাগোনা
ভয়ঙ্কর অব্যক্ত যন্ত্রণা।
অসমপ্ত পাণ্ডুলিপি পড়ি স্বপ্ন ছেড়া দীর্ঘশ্বাসে!
নিত্যবেদনার অনাত্মীয় রহস্য
চেনা-অচেনার সুক্ষ্ণ তথ্যাবলী
অনতি দূরে পথের দীর্ঘসূত্রতা
গলিপথে অনিন্দ্য সুন্দরীর লাশ!
কোলাহল পূর্ণ জনপদে বিষণ্নতার ছায়া
মুখোশ চিত্রে সর্বজনীন শূন্যতা!