মুক্ত বিবেক, মুক্ত চিন্তা, নীতি শিক্ষা শিখে;
                       আমরা কেন পারিনা দুর্নীতি ঠেকাতে?
কেন পারি না সমাজে, রাষ্ট্রে সুনীতি কায়েম করতে!
      কেন পারি না সব বাঁধা বিপত্তি চড়াই উৎরাই করতে?
মুক্ত স্বাধীন দেশপ্রেমিক যুবসমাজ কেন এগিয়ে আসে না?
   আমরা জিম্মি দুর্নীতির হাতে , আমাদের তা কি অজানা?
আত্মসমালোচনা, অত্মশুদ্ধি না করে কাজে দিই ফাঁকি!
                        পরচর্চা পরনিন্দায় সর্বদাই মত্ত থাকি।
শ্রেণিবৈষম্য তীব্র আজ আমাদের জাতি রাষ্ট্র সমাজে,
     দুর্নীতির যাতাকলে অতিষ্ঠ, সরকারি বেসরকারি কাজে।
ঘুস চাঁদাবাজি দুর্নীতি চলে সমাজের পরতে পরতে।
         দুর্নীতি আর সুনীতি কি চলতে পারে না এক সাথে!
সবাই আমলা আইনজীবি ব্যবসায়ীদের অধীনে বা কজ্ঞায়,
সুনীতি থাকে বইয়ের পাতায়, সমাজে থাকে ত্রাহি অবস্থায়।
আমরা মুক্ত স্বাধীন, দুর্নীতিও রাষ্ট্রে মুক্ত স্বাধীন!
সুনীতি আছে বইয়ের পাতায় নীতিবাক্যে, সমাজে পরাধীন।


                                             (১৪ সেপ্টম্বর ২০১০)