রৌদ্রদহন দিনের শেষে নিস্তেজ বেশে
গোধুলির গন্ধ ওড়ে সন্ধ্যার আকাশে।
ক্ষিপ্র রাত্রির জ্যোৎস্নায় জাগে পরবাস!
অবেলায় দ্রুত বদল দীর্ঘ দহনকাল,
হাসির দাগ মেঘের জলে উড়ে ক্ষণে ক্ষণে
শিহরণ জাগে
দুষ্ট অনুরাগে।
বৃষ্টির গহীনে নির্জনে দাঁড়িয়ে কোকিল
হারায় সৌন্দর্যের ভাষা। ছোঁ দেয় চিল,
খুঁজে ফেরে রঙিন ঠোটের কাঠ ঠোকরা।
রক্তচক্ষুর শানিত তির্যক আঘাত।
অদৃশ্যের বাহুডোরে বিমোহিত প্রহর,
আলোগাঁথার অস্তিত্বে জমাট বাঁধা রক্ত প্রবাহ!
বাস্তব খোঁজে স্বপ্নচ্যুত সদ্য প্রেম
অবারিত মুখে ছুটে চলে অদম্য চুম্বনে।
রৌদ্র দহনে দিবস কাননে
আলোর গন্ধে চলে প্রথম প্রেমে।
দ্রুত বদলায় ! তবু দাঁড়িয়ে থাকে ভুল পথে
চেয়ে থাকে আলোতে স্বপ্নের কাঙ্খিত ভোরে।
(১৪ সেপ্টম্বর ২০১৮)