বোঝানো যায় না তাকে, যে সব বোঝে;
                  সে তো সব জান্তা!
আসলেই কি কিছু বোঝে!
                 ভাব দেখায় সবই বোঝে।
যে জেগে জেগে ঘুমায়
                 তাকে কি জাগানো যায়!
সে তো থাকে ঘুমের ভানে
চোখ বুজে থাকে অথচ সবকিছু শোনে।
এরা সুযোগ সন্ধানী
             নিজের স্বার্থটাই শুধু দ্যাখে,
স্বপ্নের মাঝে বাস্তবতার ছবি আঁকে।
এরা শত্রু! ব্যক্তি দেশ জাতি সমাজের
এরা ফলটা লুফে নেয় অন্যের কাজের।
        এরা না পারে শিখতে,
                        না পারে শেখাতে।
এরা অজ্ঞ অথচ ভাব দেখায় বিজ্ঞ।
      নিজের দোষ অন্যের ঘাড়ে চাপায়
জীবনের মাঝ পথে হোঁচট খায়।
       সমালোচনায়,
                পরনিন্দায়
                       অভিনব যুক্তি
সমাজ চায় সুয়োগ সন্ধানীদের থেকে মুক্তি।
(২২ এপ্রিল ২০১১)