মুক্তদাম্পত্যের গলিতে হাঁটছি আনমনে
নির্বাসন জীবনের মোহগ্রস্থে!
ঠোঁটে সিগারেট। চোখে অন্য নারীর ছায়া,
যৌন জীবন দুঃস্বপ্নে ভরা!
বিষণ্নতা আর বিমর্ষতা, ধূসর থেকে ধূসরতর!
ভুলে যাওয়া স্বপ্ন আচমকা নাড়া দেয়,
একাকী নির্জনে ঝাঁকুনি দেয় আর কাঁদায়!
আশা-আকাঙ্খা আবর্জনায় ছুঁড়ে ফেলে
কড়া শাসনের গণ্ডি পেরিয়ে
শরীরটা নাড়াদেয় বারবার।
আর তখনই গ্লাণিময় জীবন মুক্তি খোঁজে
বেদনার বিষাদে বেছে নেয় আত্মহত্যা!
(১২ অক্টোবর ২০১২)