এমনি ভাবে কাটবে না গ্লানি ; ঘুচবে না অপবাদ
দূর হবে না আঁধার রাত
জাগো! বাঙালি জাগো !
হিংসা- বিদ্বেষ ভুলে, নাও সবে দীপ্ত শপথ
চেয়ে দেখ তুমি বিশ্বমাঝে
স্বচেষ্ট তারা স্বীয় সাধনা কাজে
আর আজ আমরা
একের দোষ অন্যের ঘাড়ে দিতে ব্যস্ত ,
বদলাতে হবে আমাদের স্বভাব চরিত্র ।
জাগো বাঙালি! জাগো তরুণ সমাজ !
এ মোদের একার নয়, সকলের কাজ
দেখেছ কি বন্ধু ? বাঙালি ভাই !
জায়গা পেয়েছ, ভেবেছ কি
কতটুকু পেয়েছ ঠাঁই?
অস্ত্রের ভারে নূয়েপড়ে অর্থনীতি
জেগে ওঠো বাঙালি !
জাগো বীর জনতা !
তবেই আসবে সোনালী প্রভাত
সুদীপ্ত সকাল।
কেন তবে আজ পিছে র’ব ভাই ?
কেন চেয়ে র’ব মুখ পানে
জাগো ভগিনী ! জাগো !
মেধা জ্ঞান বুদ্ধিতে আছি
শক্তি সাহস যুদ্ধ জয়ে আছি ।
কেন র’ব তাদের মুখ পানে চেয়ে?
জাগো নন্দিনী! জাগো।
তোমাদের আছে সুমহান পতাকা
শ্যামল -সবুজ দেশ ,
তবে কেন ভাবছ তোমাদের সবকিছু শেষ ।
তোমরা দিবে জয়ের স্লোগান
তোমরা শাসিবে দেশ ,
পিছে কেন তবে হে যুবক !
জাগো, বিপ্লবী জনতা জাগো।
তোমাদের বিরুদ্ধে আসবে নতুন খড়গ !
নিত্য নব আইন ,
মৃত্যুর ভয়ে চলবে কি ভাই ?
একটু ভাব, ভেবেছ কি? দেশ ও জাতির মর্যাদা কোথায়?
জেগে ওঠ বাঙালি
জাগো বীর জনতা
তবেই আসবে সোনালী প্রভাত
সুদীপ্ত সকাল ।
দীপ্ত শপথে হও আগুয়ান
তোমরাই আজ নওজোয়ান ,
তোমরা ছাত্র, তোমরা বীর জনতা
তোমারই বাঙালি বীর ,
দীপ্ত শপথে দাঁড়াতে হবে, উন্নত মম শীর ।
জেগে ওঠ বাঙালি
জাগো বীর জনতা
তবেই ঘুচবে অপবাদ ; আসবে সোনালী প্রভাত
সুদীপ্ত সকাল।