সামনে চলার শক্তি হারিয়ে
জীবন চলছে ক্ষয়ে ক্ষয়ে
সম্মুখে অসীম অন্ধকার ঘনীভূত,
মাঝিহীন নৌকা মাঝ দরিয়ায় শঙ্কিত!
যে পথে চলি, সে পথেই দুর্যোগ আদ্যাবধি;
জীবন যুদ্ধে তাই সহসাই সলিল সমাধি।
আমার ভাগ্যটাই যেন দূর্ভাগ্য!
আমার কাজ কেউ করে না সহ্য।
কণ্ঠকাকীর্ণ মাঝপথে থেমে যাই
হয়ত বা জোরকরে থামিয়ে দেয়!
ক’দিন চলছিল বেশ,হঠাৎ শনির কবলে।
মরে বেঁচে আছি !
জানিনা কি আছে কপালে !
টিকে আছি সেই মরার মতন,
সখ্য করেনা কেউ আগের মতন
নতুন চলার পথে চলার শক্তি বেহিসাবি।
মুখবুজে পড়ে আছি অজানা সবই।
শক্তি দাও প্রভু! যেন ধৈর্য ধরে চলতে পারি।
বিপদের মাঝে তোমার পথে
মনোবল অটুট রাখতে পারি।
নতুন পথের সন্ধান দাও! প্রার্থনা তাই
থেমে গেছে সব, পথ যে জানা নাই।
খুঁজে পাই যেন নতুন আশার আলো,
সমাজে রোপিতে পারি যেন শান্তির আলো।
আমার কবিতায় যেন দেখাতে পারি পথ,
হঠাৎ যেন খুঁজে পাই মুক্তির পথ।
(০২ ডিসেম্বর ২০১১)