পাঠাভ্যাস বলতে এখন সিলেবাস সম্বলিত বই,
পাঠ্য বইয়ের ভীড়ে অন্য বই পড়ার সময় কই!
এমন মতামত শিক্ষক কিংবা অবিভাবকদের,
যার ফলে শিশু-কিশোরা ঝুঁকছে ইকেট্রনিক্য-এ।
এক ঘেয়েমি পড়া তাদের কাছে বইয়ের ঘ্রাণ দূর্গন্ধ,
মোবাইল ল্যাপটপ ইণ্টারনেট যেন দেয় সুগন্ধ।
জাগতিক ভীড়ে ক্রমশ্ব সংকুচিত হচ্ছে পাঠাভ্যাস,
বই থেকে দূরে সরে যাচ্ছি এ কিসের আভাস!