কি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি আমরা সবাই!
দেশ-জাতি গঠনে, মেধা-মনন জাতি পাব কোথায়?
উন্নত বিশ্বে ট্রেনে,বাসে, ষ্টেশনে বই পড়ে সবাই
আমরা ফেসবুকে অযথা সময় পার করি সর্বদাই।
মুখস্ত বিদ্যায় কোমলমতি শিশুদের বানাচ্ছি রোবট,
সংবেদনশীলতা শিশু মনের উপর পড়ছে চোট।
মানবজাতি উন্নত হয় ক্রমাগত সৃজনশীল জ্ঞানচর্চায়,
স্বশিক্ষায় শিক্ষিত হলে জাতি সংস্কৃতির পূর্ণতা পায়।