দেশ-জাতি পায় মহান ব্যাক্তিত্ব, উন্নত নেতৃত্ব;
ধর্ম-বর্ণ-জাত ভুলে গড়ে তোলে ভ্রাতৃত্ব।
চিন্তা জগৎ, মুক্ত চিন্তায় জ্ঞানের দুয়ার যায় খুলে;
কাজ-কর্মে জীবন চেতনায় জাতি ওঠে দুলে।
পাঠাভ্যাস চিন্তাকে শাণিত করে, উন্নত করে জাতি;
বিবেকবোধ জাগিয়ে তুলে দমন করে দুর্নীতি।
শিক্ষার কেন্দ্র বিন্দু মা। তারপর শিক্ষক এবং নিজে,
সৃজনশীল বই পাঠাভ্যাস গড়তে হবে সবাইকে।