নিবিড় মগ্নতায় বর্ণিল আলোয় স্নান করো,
পৃথিবীর আয়ুরেখায় হাঁটো বসন্ত বিকেলে।
হৃদয় তরঙ্গের লাবণ্যে জাগিয়ে তোল আশা,
পথ হারায়ো না শ্রম মেধায় পাবে দিশা।
যেয়ো না ঐ পথে তার সাথে অন্ধ গলিপথে,
প্রভাত মিছিলে চলো মায়ের আদর মাখা আলোতে।
ত্রিনয়নে দশদিগন্তে চেয়ে দেখো তারাভরা আলো,
উপহাস করো না, ঐ হতে পারে জগতের আলো।
উন্নয়ণ সেতো সমতা ভিত্তিক প্রবৃদ্ধি অর্জন,
নবজাগরণে কোন কাজকে করো না বর্জন।
পুঁজিবাদ সর্বদা ধনবৈষম্য বাড়ায়,
স্বাধীন রাষ্ট্রের জীবন যাত্রায়।
(রচনাকাল: ১৮ ডিসেম্বর ২০১৯)