সৃষ্টির করতল জুড়ে বিচিত্র উৎসব
শূন্য বিপন্ন জাতির ললাটে দুর্যোগের ঘনঘটা
অতল প্রবাহের কোন এক নীলসাগরে।
নিঃস্ব আর নির্যাতিত সমাজে জাগে ভয়
দূর অন্ধকারের বৈরী আবহাওয়ায়।
চলন্ত গন্তব্যে কিংবা মঙ্গল প্রবাহে
জাগ্রত চৈতন্যে।
ধূসর মাঠের কোন এক মেঘ শিশিরে
উৎসবগুলো আজ এলোমেলো
এ জাতির ভাগ্য ললাটে।
আজও চলছে বৈরী উৎসব
ঋণভারে ভারাক্রান্ত, অন্নকষ্টে বুনোবাস
দ্রব্য মূল্যের সিন্ডিকেটে জাতি যেন দাস।
সৃষ্টির করতল জুড়ে করছে গ্রাস।
চুক্তির ফুর্তিতে করে উৎসব।