মধুগন্ধী ভরা মৌসুমে বৃষ্টির উল্লাসে
মেতেছে শ্রাবণ প্রেমের উচ্ছ্বাসে।
ঝর ঝর বৃষ্টির অবগুণ্ঠনে
কদম, কেয়া, বকুলের ফুল বনে।
জলপরীদল জেগে ওঠে উচ্ছ্বাসে
বর্ষা গানের শ্রাবণ প্রেমে।
টইটুম্বর পুকুর-নদী-খাল
শাপলা শালুকের জ্বলন্ত উল্লাস
জলকন্যার ক্রীড়া শ্রাবণ মেঘের জলে ভাসে।
মধ্যরাতে গিরিখাদে নামে আষাঢ়-শ্রাবণের ঢল,
বৃষ্টি ভেজা গন্ধ সেথা অবিচল।
মন উদাস করা বৃষ্টির নৃত্য বারি ধারায়,
সুশীতল সবুজ মাঠের বটের ছায়ায়।
ফসলী মাঠ জাগে বর্ষা মেঘের শ্রাবণ প্রেমে,
বিরহ বেদনার জলমঙ্গলে উজ্জয়িনী মরে শরমে।
কল্লোলিত জীবন স্রোতে যৌবন নামে,
বৃষ্টি মেঘের উল্লাস ভরা মৌসুমে।
মেঘে মেঘে ঘর্ষণে, বিদ্যুৎ চমকায় বর্ষণে
বসুন্ধারা জাগে লতা-গুল্ম-বৃক্ষের আকর্ষণে।
নীলকে অভিমানে ঢেকে দেয় মেঘ
ছুঁটে চলা প্রেমিক সন্ধানে সাদা মেঘ।
নেমে আসে অশ্রু বিরহ অভিমানে,
শ্রাবণ প্রেমের মাটির টানে।