কুয়াশার আঁচল সরিয়ে
      বসন্ত আসে যৌবনের উচ্ছ্বাসে,
বর্ণিল শোভায় আনন্দের আভায়
             ধ্রুপদি সঙ্গীতের মুর্ছনায়।
কবিতা গানের নিত্য ছন্দে
  ফাগুন আসে ঋতুরাজের প্রকতিতে,
বাসন্তিরা সাজে ভালোবাসার রঙে
                       সংস্কৃতির বন্ধনে,
ঋতুবৈচিত্রের উৎসবে
  বাঙালির সংস্কৃতি শেকড়ের বন্ধনে।
মনপ্রকৃতি যৌবনের উচ্ছ্বাস
       হলুদ শাড়ি গাঁদা ফুল খোঁপায়,
বসন্ত বিকেলে মিতালি
            অমর একুশে গ্রন্থ মেলায়।
ফাগুনের বনে বনে তারুণ্যের হৃদয়
              মনে আগুন বসন্ত কালে,
রঙ লেগেছে প্রকৃতির মনে
      শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ার ডালে,
বসন্ত বৃষ্টিতে ভিজে ভিজে উচ্ছ্বাসিত মন,
নান্দনিক দশ্যপটে উন্মুক্ত প্রাঙ্গনে দু’জন।
(রচনাকাল: ২০ ফেব্রুয়ারি ২০২০)