ভোরের আলোয় নতুনের আহবানে
এসেছি এ শহরে;
দাঁড়িয়েছি তোমাদের মনের কোনে!
মিথ্যা অহংকার ছেড়ে ,
মনের জীর্ণতা ছুড়ে;
দাঁড়িয়ে খুঁজেছি মানুষের ভীড়ে।
ফাগুনের নবীন উৎসব করি আপন হৃদয় জুড়ে।
এ শহরের আকাশে শকুন, চিল উড়ে
মিথ্যোর জটিল আঘাতে জর্জরিত
তবু প্রতীক্ষায় ভোরের আলো এ শহরে।
থেমে গেছি মাটির গন্ধ শুকে,
স্বপ্নময় শান্তির ভালোবাসার বুকে।
রাস্তার পাশে ধুতরা ফুলের গন্ধ ছেড়ে
হেঁটে চলেছি অচেনা শহরের ফুটপাত ভীড়ে।
নতুন আলোর আহবানে
আবর্তন কিংবা বিবর্তনের মাঝে কালপরিক্রমায়,
দাঁড়িয়ে দেখেছি এ শহরে মানুষের ভণ্ডামি।
(১৫ ডিসেম্বর ২০০৯)