আমাদের শোভাযাত্রা ঐ মরুদ্যানের দিকে,
ভীষণ অচেনা দূর্গম বিস্তৃর্ণ এই গতি পথে।
শোভাযাত্রায় হাঁটি মিছিলে মিছিলে,
নবান্নের উৎসব থেকে পৌষ পর্বনে।
প্রাচীন ধবংসস্তুপের ভিতরে উড়ে যায় মেঘ,
সাগরের উপর থেকে পাহাড়ি সীমান্তে।
শোভাযাত্রায় অজানা অচেনা গতিপথে
নারীর কুন্তল খুলে ঝরে পড়ে।
সম্পর্কের নির্দেশনায় অবমুক্ত গোপন বিস্ময়,
গতিপথের গাতি রোধ করে শোভাযাত্রায়।
বিস্তৃর্ণ শুষ্ক প্রান্তে দু’হাত প্রসারিত করে ,
শোভাযাত্রায় ছুটে চলে দুরন্ত গতিতে।
(০৫ এপ্রিল ২০১০)