স্বপ্নের পরিসমাপ্তি বাস্তবে এসে হোঁচট খায়,
আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি সবাই।
স্বপ্ন আসে কল্পনার আলো-আঁধারিতে,
প্রত্যাহিক জীবনের নিত্য ভাবনার অন্তরালে।

বালিশে মাথা রেখে স্বপ্নের রাজ্যে ঘুরি,
অসঙ্গতির চেতনা থাকে অস্তিত্বে ভুরিভুরি।
হতাশা এড়ানো বেকার যুবকের চোখে শুধু স্বপ্ন,
অন্ধকারের হাতছানিতে চোখের রাজ্যে নামে স্বপ্ন।

ছায়ামগ্ন চৈতন্য হৃদয় জাগায় অচেতন মনে,
বেদনারস্বপ্ন, দুঃস্বপ্ন ভীড় করে বেকার জীবনে।
মনস্তাত্ত্বিক বৃত্তির স্বপ্ন কবির কবিতা গতি পায়,
স্বপ্ন জাতির মানবতা দেশদ্রোহিতায়হোঁচট খায়।

সুস্বপ্ন জাগায় উৎফুল্ল, দুঃস্বপ্ন ভীতিতে ভুগায়,
কর্মজীবনে নিঃসঙ্গতার পরিকল্পনায় স্বপ্ন আশা জাগায়।
যে পারে স্বপ্নকে বাস্তবে আনতে ধরায় বর্তমানে,
সেই পারে জীবন রাঙাতে আপন কর্মভূবনে।

আলো-আঁধারির অচেনা জগতে স্বপ্নযাত্রার বীজ বোনো,
কুসঙ্গ, কুচিন্তা ছেড়ে স্বপ্নকে বাস্তবে আনো।
(২৬ নভেম্বর ২০১১)