রাষ্ট্র যেখানে চলে ব্যর্থতার গ্লাণি নিয়ে,
আমরা ব্যস্ত নিজেদের ক্ষুদ্র স্বার্থ হাসিলে!
জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ বিসর্জন দিয়ে,
আমরা চলেছি নিয়ন্ত্রণহীন গতিতে স্বীয় স্বার্থে।

ন্যায়-অন্যায়ের বিবেচনা আজ দূর্লভ,
জাতীয় ঐক্য চেতনাই বাঙালির অভাব।
শুভবুদ্ধির বিকাশ ঘটেনা এখন সমাজে,
মুক্তচিন্তার ধারধারে না ওরা কোন কাজ।

ক্ষমতার মোহ আর ক্ষমতা নিয়ে যত চিৎকার,
বিশ্বায়নের অভিঘাতে আমরা কুপোকাত।
সভ্যতা আর সংস্কৃতি দেখ গভীর সংকটে,
ক্ষমতা লিপ্সা, শোষণ লিপ্সা পথে-ঘাটে।

সংগ্রাম ঐতিহ্য আজ সম্পূর্ণ উপেক্ষিত,
জাতীয় চেতনা দেখ বিষণ্ন এবং অস্তমিত।
আশা-আকাঙ্খাএবং স্বপ্ন-কল্পনা পরস্পর,
জাতীয় স্বার্থে রাষ্ট্রের কার্যে দরকার আমূল সংস্কার।

সৃষ্টিশীল আদর্শের অনুশীলন সেই থেকে পরাধীন,
সভ্যতার সংকটে আমরা এ কোন স্বাধীন!
স্বীয় স্বার্থ ছুঁড়ে ফেলে জাতীয় ঐক্য দরকার,
জাতীয় স্বার্থে, রাষ্ট্রের কার্যে চাই আমূল সংস্কার।


==============================
রচনা কাল :  ১৭ ফেব্রুয়ারি ২০০৬