আমাদের এই বসুন্ধরা সোনালী আলোয় ভরিয়ে,
হিংসা-বিদ্বেষ ভুলে, চলো যাই সামনে এগিয়ে
সকল ভেদাভেদ ভুলে।
আগামীর পথে সোনালী আলোয় দেব ভরিয়ে
অজস্র কষ্টের মাঝে সত্যের আবরণে
সমকালীন ভাবনার উষ্ণ বন্ধনে,
আমরা মিলব সোনালী আলোর মিলনায়তনে।
পথ চেয়ে আছি সেই ভাবনা জুড়ে,
অজস্র বাঁধার মাঝে কষ্টের নিদারুণ ভীড়ে।
তবুও আমরা শোনাব মুক্তির স্লোগান,
এসো ! আমরা জাগাই দেশের প্রাণ।
স্বপ্নের মাঝে, কর্মে বাস্তব খুঁজি, থাকি একতা,
জেগে ওঠো সোনার বাংলার বীর জনতা।
এসো! জেগে উঠি সোনালী আলোর সবুজ বসন্তে।