না শেখানোর খেসারত দিচ্ছে বাবা-মা বৃদ্ধাশ্রমে যেয়ে।
বিদেশী সংস্কৃতি আর ইংরেজি মিডিয়ামে পড়াতে গিয়ে,
জাতির প্রতি শ্রদ্ধা, দেশীয় মূল্যবোধ হারিয়ে ফেলছে,
যান্ত্রিকতার যাতকলে সন্তান ছুটছে অর্থের পিছে।
হাই হ্যালো তে শেষ করছে বিদেশ ভুইয়ে বসে,
সম্পদ আছে দেখার কেউ নেই, নয়ন জলে ভাসে।
সন্তানের প্রতি দায়িত্বহীনতা আর অপসংস্কৃতির সুয়োগে
ইণ্টারনেট মগজ ধোলই করছে সুযোগ বুঝে আবেগে।
পরিবর্তনশীল প্রযুক্তি নির্ভর বিশ্ব জীবন ব্যবস্থায়
আধুনিক প্রযুক্তির সাথে রুখতে হবে সামাজিক অবক্ষয়।
ভাষা আন্দোলন থেকে মুক্তির ইতিহাস শেখাতে হবে
মা-বাবার প্রতি দায়িত্ব আর ভালোবাসা শেখাতে হবে।
নতুবা সবাইকে থাকতে হবে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে,
সামাজিক অবক্ষয় রুখতে হবে পারিবারিক প্রেমে।
সভ্যতার আলোতে ছড়াতে হবে আগামীর নেতৃত্বে,
পারিবারিক বন্ধনে তরুণকে উপযুক্ত করো তথ্য প্রবাহে।
(২০ এপ্রিল ২০১৭)