আমরা কি পেরেছি! আমাদের তরুণ প্রজন্মকে
আর্থ-সামাজিক ক্ষেত্রে আগামীর নেতৃত্বে উপযুক্ত করতে?
না। আমরা আজও তা পারিনি। যোগ্য করতে!
আর তাই তো আদরের কোমলমতি তরুণেরা
উদভ্রান্ত পথে পা বাড়াচ্ছে সাইবার অপরাধের দিকে!
সে কারণেই আমাদের এই শান্তি, সম্প্রীতি আর
অসাম্প্রদায়িক রাষ্ট্রে আঘাত হানছে উগ্র চেতনায়।
আমরা আমাদের সন্তানদের মননশীল চিন্তা বিকাশে
আদৌ কি যত্নবান!
ধর্মীয় মূল্যবোধ আর জাতীয় আদর্শে কতোটুকু
কতোটুকু দায়িত্ববান!
অর্থ-সম্পদ আর বিত্তবৈভবে ব্যস্ত সর্বদায়,
আধুনিকতার অপকৌশলে সন্তান যাচ্ছে গোল্লায়।