সভ্যতার গায়ে শীত লেগেছে
সেই পুরানো আঁধারে,
ইতিহাসের কালো ছায়ায়
মুখ ঢাকে ময়লার আঁচলে।
অন্ধ গলিপথে জাপটে ধরে
জীবনের সব আশা-আকাঙ্খা!
স্বপ্নে বিভোর স্বপ্নমুখী জাতি
পথ দেখাতে যতসব ভয়-শঙ্কা।
সভ্যতার আড়ালে বিব্রত ফ্যাশান
অর্ধ উলঙ্গ নাকি পূর্ণতার!
সভ্যতার গায়ে জ্বর অস্থিরতা
সর্বত্র ছায়াচ্ছন্ন পুরানো আঁধার।
সভ্যতার আড়ালে আধুনিক অস্ত্র
শান্তি খুঁজতে নড়েচড়ে বসি,
জীবন-জীবিকার তাগিদে
সভ্যতার আড়ালে ভণ্ডামি রাশিরাশি।
সভ্যতার যানে চড়ে অসভ্যতা
খোঁজ করি অসভ্য গলিপথে,
সভ্যতার আড়ালে অনিয়ম
দুর্নীতি সবই করি এক সাথে।
দলীয় লেবাসে সভ্য জাতির
অসভ্য আচরণ কারণে অকারণে,
সভ্যতার আড়ালে অনৈতিক কাজ
অলৌকিক ভাষণে শোষণে।
সভ্যতারগায়েজ্বর অসভ্যতার ছড়াছড়ি
যেন দেখার কেউ নেই!
সভ্যতার আড়ালে অসভ্য হাসে
শান্তি মরেছে অনেক আগেই।
(২১ জানুয়ারি ২০১২)