ভীরু মনে ভয় দেখায়
জগতের সব মূঢ় মুক!
ওরা ভাবে নিজেকে বিজ্ঞ
যুক্তিতর্ক মানে না, অযাচিত বাক্য সর্বত্র।
অথচ ওরা অজ্ঞ,
ভয়ে ভয়ে থাকে কখন কি হয়!
এক হও! রুখে দাঁড়াও!
মূঢ় মুকের বিরুদ্ধে
দেখবে পালাবার পথ পাবে না।
সংকোচ দূরে ঠেলে
সম্ভাবনাকে জাগিয়ে এগিয়ে চলো,
আত্মবিশ্বাসে নতুন সম্ভাবনায়
সমাজ পরিবর্তনে তোমার হাত আর কাজই
বড় হাতিয়ার, মুখ নয়।
ওরা মূঢ় মুক! ওরা করবে তিরষ্কার
বাধা দিয়ে নিরুৎসাহিত করবে সবার।
সমাজ পরিবর্তনে এগিয়ে চলো আপন কাজে
আত্মঅভিমান ভুলে আত্মবিশ্বাসে।
মেধা মনন আর আপন আপন
কাজের যোগ্যতা দিয়ে।
(১৭ নভেম্বর ২০১৩)