একদিন চলে যাব জনতার ভীড় ছেড়ে নীড়ে,
সকল মায়া মমতা প্রেম ভালোবাসার বন্ধন ছীড়ে।
শিশিরের ধুলো জড়ানো মুক্ত গন্ধের নীল কুয়াশায়,
সোনালী ধানক্ষেতে নবান্ন উৎসবের প্রভাত বেলায়।
এই সবুজ শ্যামল রূপসী বাংলার মায়াবী নদীর তীরে,
আমাকে ফিরে পাবে আমার কবিতা উপন্যাস ঘিরে।
শিমুল ফুলের মতো ঝরে যাব কোকিলের কলরবে,
কোন এক বসন্ত উৎসবে। হয়ত তখন কাঁদবে ভবে।
আমের বোলের গন্ধে মৌমাছির গুঞ্জনে মধু ছাঁকে,
এরই মাঝে এদিন চলে যাব রূপসী বাংলা থেকে।
শুকতারার সাথে মিতালি করে শূন্যে ছবি এঁকে এঁকে,
লক্ষী পূণিঁমার জোছনা রাতে একাকী সবাইকে রেখে।
তোমাদের বুকে,মুখ বুজে পড়ে র’ব ধরণীর পরে
ভালোবেসে কাঁদবে হয়ত আমার কবিতা গল্প ঘিরে।
ফুলের ভালোবাসা দিয়ো সবাইকে সাথে নিয়ে সেদিন,
দোয়া করো; মাফকরে দিও জগৎ সংসারের সব ঋণ।
অমানিশার ঘন কালো মেঘে তখন ঢেকে দেবে চাঁদ,
সবকিছু ভুলে দোয়া করো, মাফ করো সব অপরাধ।
চলে যাব কালবৈশাখী ঝড়ে কিংবা চৈত্রের খরতাপে,
তোমাদের ভালোবাসা ছিন্ন করে বসন্ত ফুলের সৌরভে।
তোমাদের মাঝে থাকবে আমার কবিতা গল্প উপন্যাস,
                     তাই নিয়ে গর্ব করো বারোটি মাস।



   (২৪ ডিসেম্বর ২০০৯)