তুলোর বালিশে মাথা গুজে আয়েশে!
                       সব কিছু হয়ে যাবে ভাবছো শুয়ে।
কেমনে চলবে তোমরা! এই আধুনিক প্রযুক্তির যুগে?
ল্যাপটপ হাতে ফেসবুকে পরিচয়,
            ঘুমিয়ে বালিশের নিচে ছবি দেখে ইশারায়।
বাস্তব জীবনে যান্ত্রিক যুগ ছেড়ে
      দাঁড়িয়ে দেখছ কী! ব্যস্ত জনাকীর্ণ শহরের ভীড়ে,
সব কিছু হয়ে যাবে এই ভেবে?
        লাজুক পাখির মতো আর কত মুখ গুজে র’বে!
দাঁড় বক কিংবা লক্ষীপেঁচার মতো
        ব্যস্ত পৃথিবীর ক্লান্ত জীবনে দুঃখ আসবে তত।
এক বুক আশা নিয়ে জেগে ওঠো আধুনিকতার সাথে,
নরম বিছানায় শুয়ে, কাটিও না সময় অবহেলে,
সব কিছু হয়ে যাবে ভাবছ বসে।
      কিন্তু না। তোমার পথ, তোমাকেই দেখতে হবে
যুগের চাহিদার সাথে
           থেকো না ঝাপসা আলো আঁধারের মাঝে!
আধুনিক যুগের সাথে চলো নিজের যোগ্যতা কাজে।
আর কতো কাল শুয়ে র’বে চোখ বুজে
                        সব কিছু হয়ে যাবে এই ভেবে!
পৃথিবী চলছে ল্যাপটপ হাতে সময় ধরে ধরে,
                 আর তুমি আছো প্রাচীন নগরের দ্বারে!
অন্ধকার ধূসর জগতে।
এই যান্ত্রিক যুগে জেগে ওঠো চাহিদার সাথে
                আধুনিক প্রযুক্তির জ্ঞান-বিজ্ঞানে সাথে।



(০৯এপ্রিল ২০১০)