জীবন দিগন্তে আনন্দ অনাবিল,
যদিও চাঁদ ওঠে রাতের প্রহরে;
কিন্তু বহু জনমের অব্যক্ত হাহাকার,
মুক্তির বিলাপে অবলীলায় কাঁদায়
বহুবার বহুক্ষণে।
স্বপ্ন রাশি রাশি প্রেম সোহাগের
পরতে পরতে লাঞ্জিত বেগবান,
নিয়তির আঁখিপাতে
নিরাশার সংকীর্ণ গলিপথে।
মিথ্যার অবগুণ্ঠনে আক্রান্ত আমি,
আঁখি ভাসে স্মৃতি জলে তবু ঘামি।
ক্ষণে ক্ষণে উচ্ছাসিত কোলাহল
মুক্তির আহবানে অমাবশ্যার আমন্ত্রণ প্রবল।
বিশ্বাস সে তো জীবন দিগন্তে,
অস্তিত্বের ভাঁজে ভাঁজে।