জীবনের পথ কেউ হাসি মুখে পার করে
                  কেউ অশ্রু ভারাক্রান্ত চোখে;
একাকিত্বের নিঃসঙ্গ বেদনায়,
              কষ্টের মাঝে লুকানো শূন্যতায়।
মন খারাপের তীব্র ঘাম ছোটে দুপুরে
                মেঘলা আকাশের সন্ধ্যা ঘরে।
জ্যোৎস্নার আলোর মতো জেগে ওঠে প্রেম,
স্মৃতির সবুজ চত্বরে
   শূন্যতার ভিতর প্রিয়জনের কথামালা
           চলার পথে মনোগ্রাহী স্মৃতিজ্বালা।




(২৫ ডিসেম্বর ২০০৯)