সর্ষে ফুলের গন্ধ শুকে ভোরের আলো ফুটছে,
গাছি তার দৌড়ের তালে রস নিয়ে বাড়ি ছুটছে।
দোয়েল পাখি পাতার ফাঁকে
পথ শিশু জাড়ে কাঁপে।
প্রজাপতি খেজুর রসে, মিতারি তার সাথে;
মৌমাছিরা সর্ষেফুলে মৌ এর খোঁজে প্রভাত হতে।
দোয়েল শালিক কাঠবিড়ালী জটলা করে প্রভাত বেলায়,
দূর্বাঘাসে শিশির কণায় সোনারোদে মুক্তা ছড়ায়।
শত্য প্রবাহে গ্রাম কাঁপায়
নোলেন গুড়ে সুবাস ছড়ায়।
শীতের সবজী মাঠে কৃষক ছোটে কুয়াশায় হারায়,
ঠাণ্ডায় হাছি আর কাশিকে ঠকঠক কাঁপে, গুটিশুটি হয়ে।
(রচনাকাল: ০২ জানুয়ারি ২০১৯)