প্রচণ্ড বাতাসে পিছু হাঁটবে কি ছায়া!
সম্মুখ দিগন্তে প্রহরী
উপকূল থেকে দূর জনপদের পথে
ষড়ঋতুর এই স্বদেশে।
সময়-অসময়ে অনুকূল বাতাস
পালা বদলের স্বৈরচার,
ভুল পথে দেৌড়ানো।
পালা বদলের হিসাব চলে রবি মৌসুমে।
জাপটে ধরে বৃক্ষ কালবৈশাখী ঝড়ে,
আশ্রয় খোঁজে ঠিকানাহীন বৃক্ষতলে।
গুজব ছড়াই; পিছু হাটে ঐ
সীমান্তের ছায়ায়।
নিশানা উড়িয়ে বৈঠক চলে
গোপন কথাবার্তা
অন্ধবিশ্বাসের মরহুম ইতিহাস।
তবুও থাকে সীমান্তে ছায়া
ডুবে থাকা অন্ধের কায়া।