সবার দৃষ্টি কি সমান! তা কিন্তু নয়,
কেউ দেখে বাহ্যিক চাকচিক্যে রঙিন চশমায়।
ভাবনারগভীরে আপন সীমানায়,
জীবিকার সন্ধানে ছুটে ন্যায় নীতি হারায়।
সবার দৃষ্টি থাকতে হয় দুর্নিবার,
লড়াই সব সময় টিকে থাকার।
(রচনাকাল: ০৯ ফেব্রুয়ারি ২০২০)